রোজা ভঙ্গকারী বিষয়াবলী
লেখক : আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান
সম্পাদনা: কাউসার ইবন খালিদ
প্রকাশক: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
বর্ণনা
রোযা ভংগকারী বিষয়াবলী : পানাহার ও যৌনাচার থেকে বিরত থাকা রোযার একটা মূল বিষয়। তাই শুধু পানাহার বা য়ৌনাচারে লিপ্ত হয়ে পড়লেই রোযা নষ্ট হয় যাবে, এ ছাড়া অন্য কোন আচারণ বা অবস্থা রোযা ভঙ্গ করেনা তা কিন্তু নয়। এমন কিছু বিষয় আছে যা পানাহার ও যৌনাচারের মধ্যে পড়েনা তারপর রোযা ভঙ্গ করে দেয়। এ সকল বিষয় নিয়েই প্রবন্ধটি সাজানো হয়েছে।
বিষয়ভিত্তিক ক্যাটাগরি: