শরীয়তের মানদন্ডে রজব মাসের ফজিলত : বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ফয়সাল বিন আলী আল বাদানী রচিত একটি গুরুত্বপূর্ণ প্রবন্ধ এটি। রজব মাসে পালিত হওয়া বেদআত-কুসংস্কারগুলোর প্রকার ও কীভাবে তা প্রচার পেল তার একটি খতিয়ান আঁকা হয়েছে প্রবন্ধটিতে। শরীয়তের দৃষ্টিকোণ ও প্রাজ্ঞ ওলামাদের মতামত সমৃদ্ধ প্রবন্ধটি অবশ্যপাঠ্য বলে মনে করি।