নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাআতে সালাতের ব্যাপারে অত্যন্ত গুরুত্ব দিতেন, সাহাবাদের মাঝেও এ ব্যাপারে যথেষ্ট আগ্রহ ছিল। ভি, ডি, ও ফুটেজটিতে এ বিষয়টিই উপস্থাপন করা হয়েছে।
রমজান ও পরবর্তী সমযে করণীয় : রমজানের মহত্তোম সময়ে বান্দা নিজেকে গড়ে নেবে তার রবের ইচ্ছানুসারে-রমজান মাসকে কেন্দ্র করে এটাই বান্দার সর্বোত্তম পাওনা। রমজান সংক্রান্ত বিস্তারিত জ্ঞান না থাকার দরুন সামাজিকভাবে বিশুদ্ধ উপায়ে রমজান যাপিত হয় না, ফলে রমজানের মূল-লক্ষ্য উদ্দেশ্যই বাধাপ্রাপ্ত হয়। ভিডিও ফুটেজটিতে রমজান ও পরবর্তী সময়ে আমাদের করণীয় বর্ণনার চেষ্টা করা হয়েছে। আশা করি দর্শক-শ্রোতা এর দ্বারা উপকৃত হবেন।