-
আব্দুল্লাহ বিন আব্দুল আযীয আল জিবরীন "আইটেম সংখ্যা : 13"
বর্ণনা :আব্দুল্লাহ বিন আব্দুল আযীয বিন হামাদাহ আল জিবরীন। ১৩৭৮ হিজরীতে আল কুআইয়্যা জেলার আর রীন শহরে জন্ম গ্রহণ করেন।
মাষ্টার্স ডিগ্রী ও ডক্টরেট অর্জন
প্রথমত তিনি রিয়াদের আল মাহাদুল আলীর ফিকাহ বিভাগ থেকে মাস্টার্স ডিগ্রী অর্জন করেন।
দ্বিতীয়ত: ডক্টরেট অর্জন
ইমাম ইবনুল মুনজির আশ শাফেয়ীর গ্রন্থ আল ইকনা এর তাহকীক করেন।
তার বেশ কিছু গ্রন্থ রয়েছে। যেমন:
১- তাছহীলুল আকীদা আল ইসলামিয়া
২- আল ওয়ালা ওয়াল বারা আহকামুত তাআমুল মাআ কুফফার
৩- আওকাতুন নাহী আল খামছা
৪- শরহু উমদাতুল ফিকহ ইবনে কুদামা
৫- মুখতাছারু তাছহীলিল আকীদা
৬- মাজমুআতু কাসাস ওয়া আখবারু মিন সহীহ সুন্নাহ ইত্যাদি।