ফতোয়াটিতে ইবরাহীম আলাইহিস সালাম কর্তৃক তাঁর কোন ছেলেকে কুরবানী দেওয়া হয়েছিল তা প্রমাণসহ তুলে ধরা হয়েছে এবং সাব্যস্ত করা হয়েছে যে যাকে কুরবানী দেওয়া হয়েছিল তিনি হচ্ছেন, ইসমা‘ঈল আলাইহিস সালাম। ইয়াহূদী ও নাসারাদের কর্তৃক ইসহাক আলাইহিস সালাম হওয়ার দাবী এক অসার ও অসত্য দাবী।
জান্নাতে একজন পুরুষের স্ত্রীসহ হূর নারী থাকবে, এ বিষয়টি নিয়ে কোনো এক নারী প্রশ্ন করে বলেছিল যে, এটা তার কাছে ইনসাফপূর্ণ মনে হচ্ছে না, ফতোয়াটি তারই উত্তর।